ধরুন আপনি ইলেকট্রনিক জাহাজে (Air Bus) করে বাংলাদেশ থেকে নরওয়ে তে যাচ্ছেন ডিএইচআইএস ২ র এক্সপার্ট একাডেমী তে জয়েন করার জন্য। একবার কি ভেবে দেখেছেন যে প্রতি সেকেন্ড এ বিমানে কি পরিমান তথ্যের (অনেক শ্রেণীবদ্ধ ডাটার সমন্বয়) প্রয়োজন হচ্ছে অথবা কি পরিমান তথ্য সে জমা করছে? অর্থাৎ ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফডিআর, যেটি বিমানের ওড়া, ওঠানামা, বিমানের মধ্যের তাপমাত্রা, পরিবেশ, চাপ বা তাপের পরিবর্তন, সময়, শব্দ ইত্যাদি নানা বিষয় নিজের সিস্টেমের মধ্যে রেকর্ড করে রাখে। আর যেখানে তথ্য গুলো জমা রাখে তাকে ‘ব্ল্যাক বক্স’বলে যা আমরা সবাই জানি। এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার আর এটির রং অনেকটা কমলা ধরণের। তাহলে আপনার নরওয়ে যেতে ১৫ ঘণ্টায় কি পরিমান তথ্য ফ্লাইট রেকর্ডারে জমা হবে? আসলে আমরা এই তথ্য গুলোকেই ডাটা বলছি।

বিস্তারিত দেখুনঃ