একটি উদাহরণ এর মাধ্যমে বিষয়টি আলোচনা করা যাক। ধরুন কোন একটি এলাকায় কোন নিদিষ্ট সময় এর ম্যালেরিয়া রুগীর মোট সংখা কত তা দেখতে চান। সেক্ষেত্রে আপনি কি করবেন নিশ্চয় আপনি ডাটা এলিমেন্ট ব্যবহার করে ঐ সংখাটি নিয়ে আসবেন। তার মানে এখানে ডাটা এলিমেন্ট এর মাধ্যমে আপনি aggregate ডাটা নিয়ে আসলেন। এবার আপনি চান যে এই সংখার মধ্যে কত জন মহিলা এবং কত জন পুরুষ অথবা ১০ বৎসর এর বেশি অথবা ১০ বৎসর এর কমের কত রুগী আছে। সেই তথ্যটি কিন্তু আপনি ডাটা এলিমেন্ট থেকে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ক্যাটেগরি ব্যবহার করতে হবে অর্থাৎ ক্যাটেগরি আসলে aggregate ডাটা এলিমেন্ট এর আলাদা কম্পনেন্ট। যেমন জেন্ডার অথবা এজ হচ্ছে ক্যাটেগরি আর মহিলা, পুরুষ এই গুলো হচ্ছে ক্যাটেগরি অপশন।

বিস্তারিত দেখুনঃ